Na এর পারমানবিক সংখ্যা 11. আমরা জানি প্রতিটি পরমাণু নিস্ক্রিয় গ্যাস এর মতো স্থিতিশীলতা অর্জন করতে চায়। Na এর নিকটবর্তী নিস্ক্রিয় গ্যাস হলো নিয়ন। এখন সোডিয়াম তার একটি ইলেকট্রন ত্যাগ করে নিয়ন এর কাঠামো অর্জন করে Na+ আয়নে পরিনত হয়।
Na - e --> Na+
আবার অন্যদিকে Cl সোডিয়াম এর ত্যাগ করা ইলেকট্রন টি গ্রহণ করে Cl- আয়নে পরিনত হয়।
Cl + e --> Cl-
এখানে সোডিয়াম এবং ক্লোরিন উভয়ই ইলেকট্রন গ্রহণ ও বর্জনের মাধ্যমে যথাক্রমে ধণাত্মক এবং ঋণাত্মক চার্জযুক্ত আয়নে পরিনত হয়েছে। এবার এরা স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল-এর মাধ্যমে যুক্ত NaCl যৌগ গঠন করে।