আমরা জানি, যে পদার্থকে ভাঙলে সেই পদার্থ ব্যাতিত অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে মৌলিক পদার্থ বলে। আবার যে পদার্থকে ভাঙলে একাধিক পদার্থ পাওয়া যায়, তাকে বলে যৌগিক পদার্থ।
আমরা যদি কার্বন কে ভাঙতে থাকি তাহলে আমরা সেখানে কার্বন ব্যাতিত আর কোনো পদার্থ পাবো না। একারণে কার্বন মৌলিক পদার্থ।