সাধারণত বৃষ্টির ফোটার ভেতর দিয়ে দুবার সূর্যালোক প্রতিফলিত হলে জোড়া রংধনু(Double Rainbow) সৃষ্টি হয়। সূর্য যখন হেলানো অবস্থায় থাকে, অর্থাৎ একদম ভোরে বা সন্ধ্যার সময় সাধারণত জোড়া রংধনু দেখা যায়। জোড়া রংধনুর মধ্যে উজ্জ্বলটিকে Primary Rainbow এবং অপরটিকে Secondary Rainbow বলে।
এছাড়া জোড়া রংধনুর আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে, এদের মধ্যে রঙের বিন্যাস পরষ্পর বিপরীত হয়। অর্থাৎ উজ্জ্বল রংধনুটিতে রঙের বিন্যাস হয় লাল,কমলা,হলুদ,সবুজ,নীল,আসমানী এবং বেগুনি(ROYGBIV), যেখানে অনুজ্জ্বল রংধনুটির বর্ণবিন্যাস হচ্ছেViolet,Indigo,Blue,Green,Yellow,Orange,Red(VIBGYOR) [নিচ থেকে উপরের দিকে]
Source:
https://www.metoffice.gov.uk/weather/learn-about/weather/optical-effects/rainbows/double-rainbows