নতুন কোন জায়গায় গেলে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ চিনতে ভুল করা প্রচলিত একটি বিষয়। বিভিন্ন জায়গায় গেলে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ দিক পরিবর্তন হয়ে গিয়েছে এমনটাও মনে হয় অনেকের। এর কারণ :
আমরা জানি, সূর্য সবসময় পূর্ব থেকে পশ্চিম দিকে চলে, উত্তর-দক্ষিণ দিক অনুমানের ক্ষেত্রে অক্ষাংশ প্রভাব ফেলে। আপনি যদি কর্কটক্রান্তি রেখা ছাড়িয়ে উত্তর গোলার্ধে থাকেন সূর্য বেশিরভাগ সময় দক্ষিণ গোলার্ধে থাকবে (সকাল এবং সন্ধ্যার কাছাকাছি বাদে, গ্রীষ্মের সময় এটি অন্য গোলার্ধে যেতে পারে)। আর আপনি যখন মকরক্রান্তি রেখা ছাড়িয়ে দক্ষিণ গোলার্ধে অবস্থান করবেন তখন সূর্য উত্তরে থাকবে।
মূলত সূর্যের সাহায্য নিয়ে মানচিত্রে উত্তর-দক্ষিণ- পূর্ব-পশ্চিম তা নির্ণয় করা হয়। তবে তার জন্য উত্তর-দক্ষিণ নিয়ম মেনে চলতে হয়। বর্তমানে মানুষ স্মার্টফোনে কম্পাসের সাহায্য নিয়েই দিক নির্ণয় করতে পারে। যদি আপনি গ্রীষ্মমন্ডলীয় অঞ্চলের এক স্থান থেকে অন্য স্থানের কথা বলে থাকেন তবে এক্ষেত্রে বছরের বেশিরভাগ সময় সূর্য উত্তর-পূর্ব দিকে উঠবে, পরে দক্ষিণে যাবে এবং সর্বশেষে যাবে উত্তর-পশ্চিমে। অন্যদিকে, শীতকালে সূর্য সর্বদা দক্ষিণ গোলার্ধে থাকবে এমন সম্ভাবনা আছে। দুটি কাছাকাছি শহরের মধ্যে দিকের পার্থক্য অনুভব করার কারণ হতে পারে আপনি বছরের ভিন্ন সময়ে গিয়েছে শহর দুটিতে গিয়েছেন অথবা দিগন্তে সূর্যাস্ত কোন কারণে ঢেকে গিয়েছে।
© নিশাত তাসনিম