এখানে দুই ভাবে পোকার আক্রমন হয়। প্রথমত যখন ফুল আসে তখন পোকার আক্রমন হয়। এরা একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে সেখান থেকে লার্ভা বের হয়ে ফল খেয়ে আস্তে আস্তে বড় হয়। এটা খুব কম দেখা যায়।
এবার আসি আমাদের দেশের মাঝে যে পোকা আমরা দেখতে পাই সেটা নিয়ে। আমাদের দেশের মাঝে আমের যে পোকা বেশি দেখা যায় তার নাম Sternochetus mangiferae. যখন আমের দশা মুকুল পর্যায়ে থাকে তখন এরা এদের হুলের মাধ্যমে এদের ডিম আমের মাঝে প্রবেশ করিয়ে দেয়।
কিছু সময়ের মাঝে আম বড় হয়ে গেলে এই দাগ মিটে যায়। কিন্তু বুঝতেই পারছেন যে তখনও পোকার ডিম ভিতরে আছে। এটা আস্তে আস্তে লার্ভা দশায় এসে আম খেয়ে বড় হয়। এক সময় আম পেকে গেলে এরা আমের গা ছিদ্র করে বের হয়। এখন কাঁচা অবস্থায় পোকা না দেখা গেলেও পাকা হলে তা ধীরে ধীরে প্রকাশ পেতে শুরু করে।
ক্রেডিট: Noorshin Rahman