বাতাসে অক্সিজেনের পরিমাণ সবসময় নির্দিষ্ট অনুপাতে থাকে। পৃথিবীটিকে বেষ্টিত বায়ুমণ্ডলের বাতাসগুলি ক্রমাগত সমুদ্র থেকে অক্সিজেন পরিবহন করে যেখানে এককোষী শৈবাল সহ উদ্ভিদগুলি ক্রমাগত অক্সিজেন উৎপাদন করে।একই বাতাস ক্রমাগত পৃথিবীর সমস্ত বনাঞ্চলে তৈরি হওয়া অক্সিজেন পৃথিবীর চারপাশে পরিবহন করে।এভাবে সমুদ্র ও জঙ্গলে উৎপাদিত অক্সিজেন মরুভূমিতে পৌঁছে যায় খুব সহজেই।
-হামিদুর রহমান