মানুষ সৌন্দর্যের পূজারী, এই সুন্দর যে সাদা রঙ এই থাকবে তা কিন্তু নয়। তাই ফর্সা হওয়ার থেকেও বড় কথা হলো ত্বক ঠিক রাখা, ত্বক ঠিক রাখলে খুব সহজেই প্রাকৃতিক সৌন্দর্য লাভ করবেন। এখন ত্বক ঠিক রাখবো কি করে?! প্রতিদিন কড়া রোদ আর ধূলাবালিতে বাইরে যাওয়ার ফলে ত্বক নির্জীব, ময়লাযুক্ত হয়ে পড়ে, সাথে সানবার্ণ তো রয়েছেই। এখন ত্বকের যত্নের জন্য কি ব্যবহার করা যায়। টমেটো- খেতে ও ব্যবহার করতে দুটোতেই উপকারী।
টমেটোতে রয়েছে প্রচুর মাত্রায় লাইকোপেন নামক একটি উপাদান, যা সব ধরনের ত্বকের দাগ মিলিয়ে দেওয়ার পাশাপাশি মৃত কোষের স্তর সরিয়ে দেয়। ফলে ত্বক উজ্জ্বল এবং ফর্সা হয়ে উঠতে সময় লাগে না। মুখের নানাবিধ দাগ মেটাতে ডাবের জুড়ি নেই। অ্যালোভেরাই বা কম কিসে! অ্যালোভেরার মতোই ত্বকের দাগ সারাতে কার্যকর এক সহজলভ্য প্রাকৃতিক উপাদান লেবু, তথা লেবুর রস। এটি হাত-পায়ের জন্য ন্যাচারাল স্ক্র্যাব হিসেবে কাজ করবে। লেবু আর মধুও ত্বকের জন্য বেশ উপকারী। এছাড়া রয়েছে হলুদ গুড়া। হলুদগুঁড়া হাত-পায়ের কালো দাগ দূর তো করবেই, একই সঙ্গে ত্বককে করে তুলবে টানটান। কিন্তু এতসব কিছুর পরেও একটা কথা মাথায় রাখতে হবে, সকলের ত্বক একরকম নয়, আবার সবার ত্বকে সবকিছু ভালোমতো যায়ও না। তাই ত্বকের সমস্যা থাকলে অবশ্যই বিশেষজ্ঞদের পরামর্শ নিন।
ক্রেডিট : মিথিলা ফারজানা মেলোডি