পৃথিবীর ভর 5.972 x 10 ^ 24 কেজি বা প্রায়।
যে ব্যক্তিকে পৃথিবীর ভর পরিমাপ করার কৃতিত্ব দেওয়া হয় তিনি হলেন হেনরি ক্যাভেন্ডিস (1731-1810)। তবে এক্ষেত্রে যার নাম বিশেষভাবে উল্লেখযোগ্য তিনি হলেন সর্বকালের অন্যতম সেরা পদার্থবিজ্ঞানী - স্যার আইজ্যাক নিউটন (1642-1727)।