মানুষের নাকে গন্ধের অনুভতি বহনকারী ৪০০ রিসেপ্টর বা গ্রাহক-কোষ আছে যা ১ ট্রিলিয়ন গন্ধ শনাক্ত করতে পারে। এই গ্রাহক কোষ তৈরি করে এক ধরনের আঠালো মিউকাস যা গন্ধের অনুভূতি সৃষ্টি করে এমন উপাদান আটকে যায়। তারপর নাকের গ্রাহক কোষগুলো মস্তিষ্কে সংকেত পাঠায় যার জন্য ঘ্রাণ অনুভূত হয়। কেরোসিন, পেট্রোল, রঙ, নেইল-পলিশ, নেপথালিন, টাকার গন্ধ আমাদের অনেকেরই ভালো লাগে। ভালো লাগার এই অনুভূতিকে Euphoria বলে। এসবের গন্ধ ভালো লাগার জন্য এগুলোতে উপস্থিত ভিন্ন ভিন্ন উপাদান দায়ী। যেমন : টাকার ঘ্রাণ হয় কালি এবং টাকা ছাপার জন্য ব্যবহৃত বিভিন্ন ধরনের উদ্বায়ী রায়াসনিক উপাদান থেকে।
ক্রেডিট : নিশাত তাসনিম