প্রাণীর যেসব আচরণ তার দলের অন্যান্য সদস্যদেরকে ও তাদের পরিবেশকে প্রভাবিত করে তাকে সামাজিক আচরণ বলে। তিন ধরনের মৌমাছি (স্ত্রী, পুরুষ ও কর্মী) পরস্পরের প্রতি সহযােগিতা ও তাদের নির্দিষ্ট দায়িত্ব পালনের মাধ্যমে একটি মৌচাক গড়ে তােলে। এখানে কলােনির প্রতিটি সদস্য নিজের স্বার্থে কাজ না করে বরং সামাজিক রীতিনীতি কঠোরভাবে পালন করে। এজন্য মৌমাছিকে সামাজিক প্রাণী বলা হয়।