মাথার খুলিতে মুখমণ্ডলীয় অংশে নাসাগহ্বরের দু'পাশে অবস্থিত বায়ুপূর্ণ চারজোড়া বিশেষ গহ্বরকে সাইনাস বলে। এসব সাইনাস যদি বাতাসের বদলে তরলে পূর্ণ থাকে এবং উক্ত তরল যদি অণুজীব দ্বারা সংক্রমিত হয় তবে সাইনাসের মিউকাস। ঝিল্লিতে প্রদাহের সৃষ্টি হয়। একে বলে সাইনুসাইটিস।