চুম্বকত্ব হচ্ছে পদার্থের পারমাণবিক ধর্ম, সহজাত ধর্ম নয়। সকল পরমাণুতে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণায়মান থাকে। ইলেকট্রন যখন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘোরে তখন এটি চারপাশে তার প্রবাহ লুপ তৈরি করে। আমরা জানি, কোন পরিবাহীর মধ্য দিয়ে বৈদ্যুতিক বলের আদান প্রদান ঘটলে তার মাঝে চুম্বকত্বের উদ্ভব ঘটে।