এ ধরনের অস্থিভঙ্গে ভাঙা হাড়ের টুকরো চামড়া ভেদ করে বেরিয়ে আসে। এতে প্রচুর রক্তপাত ও দ্রুত সংক্রমণ হয়। অস্ত্রোপচার ছাড়া এর বিকল্প চিকিৎসা নেই। এ ধরনের অস্থিভঙ্গের আরেক নাম উন্মুক্ত অস্থিভঙ্গ।
যৌগিক হাড়ভাঙা ৩ প্রকার:
ধরন ১: ক্ষতের পরিমাণ ১ সে.মি. এর কম। এতে কম রক্তপাত হয়।
ধরন ২: ক্ষতের পরিমাণ ১ সে.মি. এর বেশি। এতে চামড়ার তেমন ক্ষতি হয় না।
ধরন ৩: টিস্যু, হাড় ও চামড়ার মারাত্মক ক্ষতি হয়।