এটি অ্যাড্রেনাল গ্রন্থির কর্টেক্স (বাহিরের অংশ) থেকে নিঃসৃত হয়, অ্যানজিওটেনসিনের উদ্দীপনায়। এটি রক্তে সোডিয়ামের (Na⁺) মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। রক্তে Na⁺ এর মাত্রা কমে গেলে অভিস্রবণ প্রক্রিয়ায় পানি পুনঃশোষণও কমে যায়। তখন এই হরমোন নিঃসৃত হয়ে দূরবর্তী প্যাঁচানো নালিকায় Na⁺ এর পুনঃশোষণ বাড়ে ও বিনিময়ে পটাশিয়াম (K⁺) নালিকায় প্রবেশ করে। এতে পানি পুনঃশোষণও বাড়ে এবং দেহে পানি ও Na⁺ এর পরিমাণ ঠিক থাকে। Na⁺ এর পরিমাণ বাড়লে বিপরীত ঘটনা ঘটে।