এটি ১ ধরণের পেপটাইড এবং ভ্যাসোপ্রেসিন নামেও পরিচিত। এটি হাইপোথ্যালামাসে তৈরি হয়ে পিট্যুইটারি গ্রন্থির পিছনের অংশে জমা থাকে। এর প্রভাবে দেহরসে পানির পরিমাণ বেড়ে গেলে বৃক্ক বেশি পরিমাণ মূত্র তৈরি করে। একে বলে ডাইইউরেসিস। আর এর বিপরীত ঘটনাকে বলে অ্যান্টিডাইইউরেসিস। যখন দেহরসে পানির পরিমাণ কম থাকার কারণে ADH এর ক্রিয়ায় কম মূত্রের সৃষ্টি হয়।