Rh ফ্যাক্টরের কারণে সৃষ্ট সমস্যা:
১। রক্ত সঞ্চালনে জটিলতা (Complexity in Blood Transfusion):-
Rh- এবং Rh+ রক্তবিশিষ্ট ব্যক্তিদের মধ্যে যদি রক্ত আদান প্রদান ঘটে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির প্রতিক্রিয়ার ফলে এই ক্ষেত্রেও রক্ত জমাট বেঁধে পিন্ড তৈরি করবে এবং রক্ত সঞ্চালনে ব্যাঘাত ঘটাবে।
২। গর্ভধারণজনিত জটিলতা (Complexity in Pregnancy):-
গর্ভধারনের ক্ষেত্রে Rh ফ্যাক্টর খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি একজন Rh+ পুরুষের সাথে একজন Rh+ মহিলার বিয়ে হয়, সেই ক্ষেত্রে কোনো প্রকারের জটিলতা দেখা যায়না কিন্তু বিপরীত ক্ষেত্রে মারাত্মক জটিলতা দেখা দিতে পারে।