কিছু উদ্দীপনা আছে যেগুলো অন্য আরেকটি উদ্দীপনার কারণে ঘটা আচরণগত সাড়ার সমাপ্তি ঘটায়। এই ধরনের উদ্দীপনাগুলোকে টারমিনেটিং উদ্দীপনা বলা হয়। টারমিনেটিং উদ্দীপনা ২ ধরনের হতে পারে, ১।বাহ্যিক ২। অন্তঃস্থ। যেমন: ১০ স্লাইস পিৎজা খাওয়ার পর যখন পাকস্থলি পরিপূর্ণ হয়ে যাবে, তখন খাওয়ার ইচ্ছাটা আর কাজ করবেনা, এটা এক ধরনের “অন্তঃস্থ টারমিনেটিং উদ্দীপনা”। পেট ভরে যাওয়ার পর যদি তোমার সামনে আরো ১০ স্লাইস পিৎজা রাখা হয়, তোমার মধ্যে খাওয়ার ইচ্ছাটা আর কাজ করবেনা, এটা এক ধরনের “বাহ্যিক টারমিনেটিং উদ্দীপনা”।