এটি খুসখুসে কাশির লক্ষণ। এটি খুব বিরক্তিকর অসুখ। জ্বর, কফ নেই, তাও কাশি থামে না। আবার গলা শুকিয়ে গেলেও এই কাশি হতে থাকে, যতক্ষণ পর্যন্ত না আপনি পানি পান করছেন।
এমনটা হওয়ার কারণ হলোঃ
১. শ্বাসনালি আক্রান্ত এবং সংক্রমিত হলে
২. ধুলোবালি থেকে হাঁপানি, এলার্জি হলে
৩. অ্যাসিডিটি বা অম্লতার কারণে
৪. পর্যাপ্ত পানি পান না করলে
নিরাময়ের উপায়ঃ
১. ধূমপান ও বায়ুদূষণ কাশির একটি অন্যতম কারণ। তাই ধূমপান বর্জন করুন।
২. ধুলোবালিতে কাশি হলে ঘর ঝাড়ু দেওয়া, ঝুল ঝাড়া ইত্যাদি এড়িয়ে চলুন।
৩. ঠান্ডায় সমস্যা হলে গোসলে হালকা গরম পানি ব্যবহার করুন। খুব ঠান্ডা পানি খাবেন না।
৪. লিকার চা, কুসুম গরম পানিতে মধু ও লেবুর রস, গরম স্যুপ ইত্যাদি কাশি সারাতে সাহায্য করে।
৫. গরম পানির ভাপ নিতে পারেন, দীর্ঘদিন ধরে কাশিতে ভুগলে, বিশেষ করে ধূমপায়ীরা। আর সতর্ক হোন ও চিকিৎসকের পরামর্শ নিন।
ক্রেডিট: নাফিসা তাসমিয়া