আন্তর্জাতিক রসায়ন ও ফলিত রসায়ন সংস্থা (International Union Of Pure And Applied Chemistry বা সংক্ষেপে IUPAC) । এখন পর্যন্ত ১১৮টি মৌলিক পদার্থকে শনাক্ত। করেছে। IUPAC সংস্থাটি আন্তর্জাতিকভাবে রসায়ন ও ফলিত রসায়নের বিভিন্ন নিয়ম-কানুন, ক্রমবর্ধমান পরিবর্তনের কোনটি গ্রহণ করা যায় এবং কোনটি বর্জন করা যায় সে বিষয়ে দেখাশোনা তাই নিয়ন্ত্রণ করে থাকে।