তাপোৎপাদী বিক্রিয়া ইংরেজি Exothermic Reaction। যে রাসায়নিক বিক্রিয়ার ফলে তাপ উৎপন্ন হয়, তাকে তাপোৎপাদী বিক্রিয়া বলে । যেমন— কয়লাকে বাতাসে পোড়ালে নূতন পদার্থ কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয় এবং তাপের উদ্ভব হয় । C + O2 = CO2 + তাপ (৯৪.৩ কিলোক্যালোরি)। অনুরূপ উত্তপ্ত কার্বনকে হাইড্রোজেনের সাথে রাখলে নূতন গ্যাসীয় পদার্থ মিথেন ও তাপ উৎপন্ন হয় । C + 2H2 = CH4 + তাপ (১৫.৬ কিলোক্যালোরি ) । তাপহারী বিক্রিয়া ইংরেজি Endothermic Reaction। যে রাসায়নিক বিক্রিয়ার ফলে বাইরে থেকে তাপ শোষিত হয়, তাকে তাপহারী বিক্রিয়া বলে । যেমন— উচ্চ তাপমাত্রায় উত্তপ্ত নাইট্রোজেন ও অক্সিজেন তাপশোষণ করে নূতন যোগিক পদার্থ নাইট্রিক (NO) আক্সাইড উৎপন্ন করে। N2+ O2 =2NO- তাপ (-৪৩.২ কিলোক্যালোরি)। অনুরূপ উত্তপ্ত কার্বন ও সালফার যুক্ত হয়ে কার্বন ডাই-সালফাইড (CS2) উৎপন্ন হওয়ার সময় তাপ শোষণ করে । C+S2 = CS2 - তাপ (-২২.০ কিলোক্যালোরি)