ইউনিকোড একটি আন্তর্জাতিক বর্ণ সংকেত নির্ধারণি ব্যবস্থা। সকল ভাষাকে একটি সার্বজনীন মানদন্ডে নিয়ে আসা ছিল ইউনিকোডের মূল লক্ষ্য। ইউনিকোড বিশ্বের প্রতিটি ভাষার প্রতিটি বর্ণর জন্য একটি করে নম্বর প্রদান করে ফলে কম্পিউটারে একটি ভাষা অন্য একটি ভাষার সাথে সংঘর্ষ হয় না।
যেহেতু কম্পিউটার শুধু বোঝে সংখ্যা দিয়ে এবং ইউনিকোডের সাহায্যে ভাষাকে সংখ্যায় রূপান্তর দেয়া হয়, তাই কম্পিউটারের সাথে আমরা যে কোন ভাষায় কথা বলতে পারি।