লালা যেমন জীবানু ধ্বংস করে, তেমনি জীবানু বহনও করে, আমাদের মুখে ৫০০-১০০০ ভিন্ন ভিন্ন ধরণের ব্যকটেরিয়া ও অনুজীব থাকে, আর অনেক গুলো রোগেই, লালা জীবাণুর বিস্তারের অন্যতম মাধ্যম।
আর অন্যদিকে, হ্যান্ড স্যানিটাইজার নিজে জীবানুমুক্ত ও সেখানে জীবানুধ্বংসকারী উপাদান থাকে, তাই সেটা ভালো খারাপ সবধরনের ব্যকটেরিয়া ও জীবানু মেরে ফেলে জীবাণুমুক্ত করতে পারে। বিপরীতভাবে, লালায় থাকা কিছু উপাদান জীবানু ধ্বংস করলেও তা দিয়ে হ্যান্ড স্যানিটাইজিং করতে গেলে হাতে জীবানু কমবে না, বরং বাড়বে।