একটি আধুনিক হলঘরের ছাদ এবং মঞ্চের পশ্চাতের দেওয়াল অবতলে বাকানাে থাকে ইহাতে বক্তার শব্দ ছাদে ও মঞ্চের পিছনের দেওয়ালে প্রতিফলিত হইয়া ঘরে সকল শ্রোতার নিকট পৌছায় এবং সকলেই বক্তার বক্তব্য শুনিতে পায়। ইহা ছাড়া ঘরের বাকি তিন দেওয়াল ফেল্ট নরম কাপড় ইত্যাদি দ্বারা আবৃত থাকে যাহাতে শব্দ দেওয়াল হইতে প্রতিফলিত না হয়। শব্দ দেওয়াল হইতে প্রতিফলিত হইলে প্রতিফলিত শব্দ মূল শব্দের সহিত মিশিয়া বিভ্রান্তির সৃষ্টি করিবে । অবশ্য হলঘর লােকভর্তি থাকিলে মানুষের দেহের দ্বারা শব্দ কিছুটা শােষিত হয় এবং এই বিভ্রান্তি অনেক কমিয়া যায়। এইজন্য লােক ভর্তি হলঘরে বক্তৃতা অনেক ভাল শােনা যায়।