পরিবাহীতে দুধরনের ইলেকট্রন থাকে ১.মুক্ত ইলেকট্রন ২. বন্ধন জোড় ইলেকট্রন। স্বাভাবিক বা নিম্ন তাপমাত্রায় মুক্ত ইলেকট্রন এবং বন্ধন জোড় ইলেকট্রনের মধ্যে অনেক বেশি ফাঁকা জায়গা থাকে। এর ফলে মুক্ত ইলেকট্রন কোন বাঁধা ছাড়াই চলাচল করতে পারে। কিন্তু তাপমাত্রা বাড়ালে বন্ধন জোড় ইলেকট্রন গুলোতে কম্পনের ফলে জায়গা কমে যায়। এতে মুক্ত ইলেকট্রনগুলোর চলাচলে বাঁধার সৃষ্টি হয়, এমনকি সংঘর্ষও হয়। এ কারণেই রোধ বেড়ে যায়।