বিদ্যুৎ পরিবহন করতে হলে সেখানে মুক্ত ইলেকট্রন থাকা প্রয়োজন। বিশুদ্ধ পানি যেখানে শুধু অক্সিজেন আর হাইড্রোজেন রয়েছে, সেখানে প্রবাহিত হবার মত মুক্ত ইলেকট্রন নেই, এজন্য বিশুদ্ধ পানি বিদ্যুৎ পরিবহন করতে পারে না।
যেহেতু বিশুদ্ধ পানি বিদ্যুৎ পরিবহন করতে পারে না, তাই একে বিদ্যুৎ অপরিবাহী হিসেবে গন্য করা হয়।
তবে আমাদের আমরা যে পানি খাই, তা বিশুদ্ধ পানি (H2O) নয়, এই পানিতে বিভিন্ন খনিজ লবণ এবং উপাদান মিশ্রিত থাকে, তাই এটা বিদ্যুৎ পরিবহন করে। তবে ডিস্টিল্ড ওয়াটার (ব্যাটারিতে যে পানি ব্যবহার করা হয়) ১০০% বিশুদ্ধ পানি (H2O), ওটাতে বিদ্যুৎ পরিবহনের সম্ভাবনা নেই, যদি না সেখানে ভেজাল থেকে থাকে।