বিস্ফোরক পদার্থঃ বিস্ফোরক বা বিস্ফোরক পদার্থ হচ্ছে বিস্ফোরণ ঘটাতে সক্ষম, এমন এক ধরনের পদার্থ। বিস্ফোরক রাসায়নিক পদার্থসমূহ হচ্ছে- পিকরিক এসিড, নাইট্রোগ্লিসারিন, অ্যাসিটোন, জৈব পার-অক্সাইড, ধাতব অ্যাজাইড, ওজোনাইড, বারুদ, সালফার, সাদা ফসফরাস, পটাশিয়াম ক্লোরেট ও ম্যাঙ্গানিজ ডাই অক্সাইডের মিশ্রণ, গান পাউডার, অ্যামোনিয়াম নাইট্রেট, TNT ; NaNO₃ ; KNO₃ ইত্যাদি।
উত্তেজক পদার্থঃ যেসব রাসায়নিক পদার্থ ত্বকের সংস্পর্শে এলে ত্বককে ক্ষতিগ্রস্থ করে সেই পদার্থগুলিকে উত্তেজক (Irritant) রাসায়নিক পদার্থ বলে। উত্তেজক রাসায়নিক পদার্থসমূহ হচ্ছে- সিমেন্ট গুড়া, লঘু এসিডের দ্রবণ , লঘু ক্ষারের দ্রবণ, সোপ পাউডার, বিরঞ্জক পদার্থ, ফরমালডিহাইড, ক্লোরোফরম, ক্লোরিন গ্যাস ইত্যাদি।