হাঁটার সময় পিঁপড়া এক ধরণের রাসায়নিক নিঃসরণ করে। একে বলে ফেরোমন। কলোনি থেকে খাবার সংগ্রহের উদ্দেশ্যে পিঁপড়া বের হলে প্রতিটি পিঁপড়া এই কেমিক্যাল ট্রেইল রেখে যায়। যেসব পিঁপড়া খাবার খুঁজে পায়না তারা এই ট্রেইল ফলো করে বাসায় ফিরে আসে। আর যারা পায় তারা কিছু খাবার বাসায় এনে পুনরায় ট্রেইল ফলো করে আবার খাবার সংগ্রহে যায়। এতে একি পথে পুনরায় ফেরোমনের নিঃসরণ ঘটে এবং অধিক সংখ্যক পিঁপড়া সেই পথ গ্রহণে উদ্বুদ্ধ হয়। আর এভাবেই তারা সারিবদ্ধভাবে চলে।