কোনো পিঁপড়া মরে গেলে অন্য পিঁপড়াগুলো তাকে ঘিরে ফেলে। প্রশ্ন হলো অন্য পিঁপড়াগুলো তাদের সঙ্গীর মৃত্যুসংবাদ পায় কীভাবে? পিঁপড়া মরে গেলে তার পচনশীল দেহ থেকে ফ্যাটি অ্যাসিড ধরনের রাসায়নিক দ্রব্য বের হয়। এর গন্ধ থেকে অন্য পিঁপড়াগুলো বুঝতে পারে তাদের সঙ্গী মারা গেছে। সঙ্গে সঙ্গে তাদের আশপাশের পিঁপড়াগুলো তাকে গুটিয়ে পুঁটলি বানিয়ে ফেলে। এর ফলে মৃত পিঁপড়া থেকে অন্যদের সংক্রমিত হওয়া কঠিন। পিঁপড়াদের জোট বেঁধে একসঙ্গে থাকার কলোনিতে সংক্রমণের আশঙ্কা কমে যায়। সাধারণভাবে বলা যায় পিঁপড়া মরে গেলে তার শরীরের পেশিগুলো সংকুচিত হয়ে গুটলি পাকিয়ে যায়। তখন তাদের বাসস্থানের অন্য পিঁপড়াগুলো তাকে ঘিরে ছোট পুঁটলি বানিয়ে ফেলে।