রকেট বায়ুশূন্য স্থানে উড়ার ক্ষেত্রে নিউটনের তৃতীয় সূত্র অনুসরণ করে।
নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী, প্রত্যেক ক্রিয়ার ই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে । যেমন: রাস্তা দিয়ে হাটতে গিয়ে মাটিতে আমাদের পা দেবে যায় না কারণ, মাটিও আমাদের উপর সমান বল প্রয়োগ করে। ঠিক এমনটাই ঘটে রকেট এর ক্ষেত্রে।
একটি রকেট এ প্রায় ১.১ মিলিয়ন পাউন্ড ফুয়েল থাকে। রকেট এ যে বাহ্যিক বা external ট্যাংক থাকে তাতে 1,43,000 গ্যালন তরল অক্সিজেন এবং 3,83,000 গ্যালন তরল হাইড্রোজেন থাকে। এবং দুইটি রকেট বুস্টার এ প্রতি সেকেন্ড এ প্রায় 11,000 পাউন্ড ফুয়েল ব্যবহৃত হয় ।
{তথ্যসূত্র: www.coolcosmos.ipac.caltech.edu ; www.nasa.gov }
এ পরিমাণ ফুয়েল যখন রকেট থেকে নির্গত হয়, তখন তা রকেটকে ঠিক তার বিপরীত দিকে (ফুয়েল নির্গমনের বিপরীত দিক) সমান বলে চালিত করে। তাই রকেট বায়ুশূন্য স্থানেও উড়তে সক্ষম হয়।