যেকোনো কিছুর গুরুত্ব বলতে এর উপকারিতা অপকারিতা দুইটিই বোঝানো হয়। ভাইরাসের অপকারী ভূমিকা আসলে রোগ সৃষ্টিতে।
ভাইরাস দ্বারা সংঘটিত রোগের নাম(আক্রান্ত জীব) |
ভাইরাসের নাম |
Aquired Immuno Deficiency Syndrome -AIDS
(মানুষ)
|
Human Immunodeficiency Virus (HIV) |
বার্ড ফ্লু বা অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা (পাখি) |
Influenza Virus A / H5N1 |
সোয়াইন ফ্লু (শুকর,মানুষ) |
Swine Influenza Virus (SIV)/
Swine-Origin Influenza Virus (S-OIV) /
H1N1
|
Foot & Mouth Disease (গরু, ছাগল, মহিষ, শুকর, অ্যান্টিলোপ, হরিণ, বাইসন, হাতি ইত্যাদি পশু)
বি.দ্র.: লামা ও আলপাকা এই দুইটি পশু কিছু ছোটখাটো লক্ষণ প্রকাশ করে। কিন্তু এরা আক্রান্ত হয় না।
|
Aphthae epizooticae |
গোবসন্ত/ Cow Pox (গরু,মানুষ) |
Genus: Orthopoxvirus |
মোজাইক (তামাক গাছ) |
Tobacco Mosaic Virus (TMV) (TMV)
Genus: Tobamovirus |
বুসিস্ট্যান্ট (টমেটো,Solanum lycopersicum) |
Tomato Bushy Stant Virus
Genus: Tombusvirus |
লিফরোল (আলু) |
Genus: Polerovirus |
লিফকার্ল (আলু,পিচ ফল,আমলকী ইত্যাদি) |
Genus: Begomovirus |
হাম |
Measles morbillivirus |
এছাড়াও T2 ফায মানুষ ও অন্যান্য প্রাণীর অন্ত্রে বসবাসকারী উপকারী E. coli ব্যাকটেরিয়া কে ধ্বংস করে।
Xymophage virus মদ বা অ্যালকোহল শিল্পে ব্যবহৃত হওয়া ইস্টকে ধ্বংস করে।
মাটিতে নাইট্রোজেনকে আটকে রাখে যে সায়ানোব্যাকটেরিয়া, তাকে ধ্বংস করে সায়ানোফায ভাইরাস। ফলে মাটিতে নাইট্রোজেনের পরিমাণ কমে যায়।
আর ভাইরাস যে শুধু ক্ষতি করে তা না,আমাদের কিছু কিছু উপকারও করে।
১. বসন্ত, পোলিও, প্লেগ, টাইফয়েড, জলাতঙ্ক প্রভৃতি রোগের টিকা বা ভ্যাক্সিন বানাতে ভাইরাস ব্যবহৃত হয়।
২. জেনেটিক্স বা বংশগতিবিদ্যার বিভিন্ন এক্সপেরিমেন্ট এ ভাইরাসকে বাহক হিসাবে ব্যবহার করা হয়।
৩. যুক্তরাষ্ট্রে Nuclear polyhydrosis virus কে পোকা মাকড় মারার কাজে ব্যবহার করা হয়।
৪. লাল টিউলিপ ফুলকে ভাইরাস দ্বারা আক্রান্ত করলে এর মাঝে লম্বা সাদা দাগ পড়ে। যা পরবর্তীতে শেড হিসাবে ফুলের সৌন্দর্য বাড়িয়ে দেয়।
৫. অস্ট্রেলিয়ায় খরগোশের সংখ্যা অনেক বেড়ে যাওয়ায় খাদ্যশস্যের ক্ষতি হচ্ছিল। তখন Myxovirus কে ব্যবহার করে খরগোশ নিধন করে তাদের সংখ্যা কমানো হয়েছে।
৬. রক্ত আমাশয়, টাইফয়েড, কলেরা প্রভৃতি রোগ প্রতিরোধে T2 ফাজ ভাইরাসকে ব্যবহার করা হয়।