H3O বলতে আসলে কিছু নেই। যদি থাকে, তা হলো H3O+ (হাইড্রোনিয়াম আয়ন) তাহলে, পার্থক্য পাওয়া গেলো > H3O+ একটা আয়ন, আর H2O হলো পানি। পানি এসিড যোগ করলে (H+ আয়ন) H3O+ (H++H2O -> H3O+)পাওয়া যায়।
H3O হেভি ওয়াটারও না, যদিও এটাকে অনেকে হেভি ওয়াটার বলে থাকে। হেভি ওয়াটার হলো,এমন এক ধরনের পানির অণু, যার দুটি হাইড্রোজেন পরমাণুতেই একস্ট্রা একটি করে নিউট্রন আছে, অর্থাৎ হাইড্রোজেনের বদলে ডিউটেরন আছে।