বজ্রপাত সর্বনিম্ন প্রতিরোধের পথ অর্থাৎ সবচেয়ে সহজ বাধাহীন পথ অনুসরণ করতে পছন্দ করে, মানে যে পথ দিয়ে আসতে এর প্রবাহের সর্বনিম্ন বাধা থাকবে।
যেমন : যদি আপনি একটি বালির ঢিপির উপরে পানি ঢাললে যেমন সেটি সবসময় সরলরেখায় মাটিতে নামবে না। সহজ পথেই নামবে তেমনি। গ্যাস, ধূলিকণা, দূষণকারী এবং অন্যান্য পদার্থ সহ বায়ু অনেকগুলি পদার্থের সমন্বয়ে গঠিত। চার্জের কারণে যখন এটি মাটিতে নেমে আসে তখন সে বাছাই করে কোন পথে এইসব পদার্থের মধ্য দিয়ে সবচেয়ে তাড়াতাড়ি মাটিতে নেমে আসবে। আর এই পথটির নকশা হয়ে যায় বাঁকা। মূলত সবচেয়ে সহজ পথ খুঁজে চার্জগুলো। আর এই সহজ পথের রাস্তা বাঁকা হয়ে যায়।