গঠনের বাকি কাঠামো C2 হতে C6 উভয়ের জন্য একই থাকে। অর্থাৎ, আলফা ডি গ্লুকোজের কার্বনে ১ এর সাথে -H এবং -OH যে অবস্থানে আছে বিটা ডি গ্লুকোজের কার্বনে ১ এর সাথে -H এবং -OH অবস্থান তার বিপরীত অবস্থানে থাকবে। এরা পরস্পরের এনোমার এবং ১ নং অবস্থানের C - কার্বনকে এনোমারিক কার্বন বলা হয়ে থাকে।