কোষ চক্রে নিয়ন্ত্রণ আমাদের শরীরকে শক্তি অপচয় থেকে বাঁচায়। আমাদের শরীর কিন্তু প্রয়োজনের বেশি কোনো শক্তিই খরচ করে না। যদি কোষ চক্রে নিয়ন্ত্রণ বলতে কিছু না থাকতো, কোষ বিভাজন হতেই থাকতো। তখন কী হতো?
→ অপ্রয়োজনীয় কাজে শক্তি অপচয় হয়ে যেত। আর প্রয়োজনের সময় শক্তি পাওয়াই যেত না!