মোটামুটি সকল মানব বর্জ্য একই পথ অনুসরণ করে থাকে। যখনই আমরা ফ্লাশ করি, এই বর্জ্য প্রথমে সুয়ারেজ ট্যাংকে যায়, পরে সেটা অনেক পথ ঘুরে এর দুই রকম ভাগ্য হতে পারে।
প্রথমে যদি উন্নত দেশ হয়, তাহলে সেটা ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট হয়ে নদীতে পড়ে।
অনুন্নত দেশে এটা সরাসরি নদীর পানিতে মেশে।
নদীতে থাকা বিভিন্ন অনুজীব একে বিয়োজিত করে, এবং তা পলি হিসেবে জমা হয় নদীর তলদেশে