মাছের আঁশ বলতে আমরা সাধারণত মাছের ত্বক থেকে বেড়ে ওঠা ছোট অনমনীয় প্লেটের মতো অংশকে বুঝি। মাছের আঁশে ক্রিস্টাল রুপে আছে গুয়ানিন যৌগ। এই যৌগটি সাইটোপ্লাজম এর সাথে মিলিত হয়ে মাছের বাইরের আবরণে ধাতুর মতো চাকচিক্য তৈরি করে। মহিলাদের নানা প্রসাধনী যেমন: লিপস্টিক ও নেইল পলিশের একটি অন্যতম উপাদান হলো মাছের আঁশ থেকে আহরণ করা গুয়ানিন যৌগ।
মাছের আঁশ থেকে পাওয়া এই গুয়ানিন যৌগকে বলা হয় Pearl essence বা Pearlescence। লিপস্টিক, নেইল পলিশে মাছের আঁশ ব্যবহারের ফলে এইসব প্রসাধনীর উজ্জ্বলতা ও স্থায়ীত্ব বজায় থাকে। তাছাড়া মাছের আঁশ থেকে আহরিত গুয়ানিন যৌগটি মেকআপ, আইশ্যাডো, মাশকারা, ব্লাশ, জুয়েলারি তৈরিতেও ব্যবহার করা হয়। বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে মাছে আঁশ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা হয়।
ক্রেডিট: নিশাত তাসনিম | সায়েন্স বী