পানির উপর আর নিচের জগত সম্পূর্ণ আলাদা।
আলো এবং গন্ধ যেখানে খুব একটা সুবিধা করতে পারে না, শব্দই সেখানে মূল ভরসা। শব্দ বাতাসের তুলনায় পানিতে প্রায় ৪ গুণ বেশি দ্রুত ছড়িয়ে পড়ে।
অসংখ্য প্রাণের অরণ্য এই সাগরতল তাই মূলত শব্দের এক প্রকান্ড ভান্ডার। তবে এই সুর বা শব্দ তৈরির দৌড়ে তিমিদের ধারে-কাছে কেউ নেই। পুরো প্রাণী জগতে তিমিদের এই যোগাযোগ ব্যবস্থা সবচেয়ে দুর্বোধ্য এবং ব্যতিক্রম।
তবে শব্দ তৈরি করতে পারলেও খুব অল্প কিছু তিমির প্রজাতিই গান বাধতে জানে।