কৌতুহলবশত কেউ চাইলে টেস্ট করে দেখতে পারে, এতে কোন ক্ষতি নেই। তবে নিয়মিত ক্যাট ফুড খাওয়া মানবদেহের জন্য ক্ষতিকর।
বিড়ালের খাবার বা ক্যাট ফুড মূলত বিড়ালের কি কি পুষ্টিগুণ প্রয়োজন তা মাথায় রেখে তৈরি করা হয়। মানুষের খাওয়ার উপযোগী নয় বিড়ালের খাবার। ক্যান করা ক্যাট ফুড ফ্লেভার এর মধ্যে আছে chicken, beef, turkey ইত্যাদি। এছাড়াও ক্যাট ফুডে থাকে ভিটামিন এ, ফ্যাট ও taurine। বিড়ালের খাবারে যে পরিমাণ ভিটামিন এ থাকে তা মানুষ প্রতিদিন খেলে ক্ষতি হতে পারে। Taurine হচ্ছে একধরনের অ্যামাইনো এসিড। বিড়ালদের দাঁতের ক্ষতি, লোম পড়া, অন্ধত্ব ইত্যাদি প্রতিরোধে সাহায্য করে এই অ্যামাইনো এসিড। অ্যামাইনো এসিড অতিরিক্ত সেবনের তেমন কোন মারাত্মক সাইড ইফেক্ট জানা যায়নি তবে প্রয়োজনের অধিক সেবন করাও বুদ্ধিমানের কাজ নয়। বিড়ালের খাবারে যে পরিমাণ ফ্যাট থাকে তাও মানুষের জন্য ক্ষতিকর। ক্যাট ফুডের টেস্ট ও ঘ্রাণ ভালো হওয়ার অনেকেরই লোভ হতে পারে খাওয়ার।
ক্রেডিট- নিশাত তাসনিম