"ডিস্লেক্সিয়া" (Dyslexia) - টার্মটির সাথে হয়তো আমরা খুব বেশি পরিচিত নই এবং না হওয়াটা অস্বাভাবিক কিছু নয়!
ছোটবেলায় যখন স্কুলে যেতাম তখন অনেক সহপাঠীদের মধ্যেই কিছু সমস্যা দেখতে পেতাম অর্থাৎ তারা বাকিদের মতো স্বাভাবিক আচরণ করত না। তখন বড়রা কিংবা ওদের অভিভাবকগণ বিষয়টি ঠিকভাবে বুঝে উঠতে পারতেন না এমনকি আজকালও এটি সম্পর্কে অনেকের ধারণা নেই বললেই চলে।
তাছাড়া আমরা দৈনন্দিন জীবনে অনেক শিশুকেই দেখি যাদের আচরণ অর্থাৎ পড়াশোনার প্যাটার্ন বাকিদের থেকে একটু অস্বাভাবিক এবং তাদের এই সমস্যাটা আমরা প্রায়ই বুঝে উঠতে পারিনা।
তবে ডিস্লেক্সিয়া (Dyslexia) কি? - এটি একটি লার্নিং ডিজঅর্ডার (Learning Disorder) এবং এটি রিডিং ডিজএবিলিটি (Reading Disability) হিসেবেও পরিচিত। মানুষের মস্তিষ্কের যেই অংশ ল্যাংগুয়েজ প্রসেসিং করে সেই অংশে ডিস্লেক্সিয়া প্রভাব ফেলে। অনেক বাচ্চাদের মধ্যে দেখা যায় তারা ঠিকমতো শব্দ বানান করতে পারে না, এমনকি বানান করলেও সেটা বারবার শেখানোর পরও ঠিকভাবে উচ্চারণ করতে পারে না।
"Dyslexia is a specific that is neurobiological in origin"- ডিস্লেক্সিয়াকে অনেকে গুরুতর সহকারে দেখে না যার ফলে একটি বাচ্চার সারাজীবনেই ডিস্লেক্সিয়ার প্রভাব দেখা যায় এবং এর প্রভাব মৃদু থেকে তীব্র হতে পারে।