পিঁপড়া অনেক হালকা প্রতঙ্গ। এদের ভর অনেক কম এবং এদের দেহে কোনো হাড় নেই। হাড়ের পরিবর্তে এদের দেহে বহিঃকঙ্কাল আছে যা তাদেরকে সব আঘাত থেকে রক্ষা করে।
পিঁপড়ার শরীরের গঠন এমন যে এটিকে উড়োজাহাজ থেকে ফেলে দিলেও ব্যথা পাবে না। দেখা যাবে পিঁপড়া বাতাসে ভেসে চলে যাচ্ছে। তাছাড়া কোনো বস্তু যখন বাতাসের মাঝে দিয়ে পড়ে তখন এর ভর, আকার, আকৃতির উপর নির্ভর করে এর terminal velocity। পিঁপড়ার terminal velocity 6.4 km/h। পিঁপড়াকে কোনো ব্লিল্ডিং এর ছাদ থেকে ফেলে দিলে এটি terminal velocity তে পৌঁছে যাবে, যার জন্য কোনো ক্ষতি হবেনা।
- নিশাত তাসনিম