প্রথমেই গ্যাস ও তেলের ট্যাঙ্কারগুলির আকৃতি কেমন হয় সেটা দেখে নেওয়া যাক -
এই ট্যাঙ্কার চোঙাকৃতি হওয়ার জন্য কতগুলো কারণকে দায়ী করা যেতে পারে —
- আসলে গোলাকৃতির অন্যান্য যেকোনো সমান আয়তনবিশিষ্ট জ্যামিতিক আকৃতির থেকে কার্যকরী ক্ষেত্রফলের মান অপেক্ষাকৃত কম হয়। এরফলে সমান চাপ উপস্থিত থাকলেও , গোলাকৃতির উপর কম বল প্রযুক্ত হয়। কারণ—
বল = চাপ × ক্ষেত্রফল
কিন্তু সম্পূর্ণ গোলাকৃতি কোন বস্তুকে একস্থান থেকে অন্যস্থানে নিয়ে যেতে বিশেষ অসুবিধা হয়। তাই খানিকটা চোঙাকৃতি ট্যাঙ্কারে তেল অথবা গ্যাস নিয়ে যাওয়া হয়।
- তাছাড়া দুটি সমতল দ্বারা গঠিত কোণা অপেক্ষা বক্রতল দ্বারা গঠিত কোণা বা edge অপেক্ষাকৃত বেশি শক্তিশালী হয়। কারণ বক্রাকার তলে সুষমভাবে চাপ বন্টিত হওয়ায় ট্র্যাঙ্কারের কোণা বা প্রান্তে ফাটল ধরার সম্ভাবনা কম। এরফলে তেল বা গ্যাস লিক করার সম্ভাবনা থাকে না।
এইসব কারণের জন্য মূলত তেল বা গ্যাসের ট্যাঙ্কারকে চোঙাকৃতি করা হয়।
ক্রেডিট: সুকৃতি দাস (কোরা)