App(Application)
'অ্যাপ' কোনো নতুন শব্দ নয় আমাদের কাছে, তা সত্ত্বেও অনেকে কিন্তু সঠিক ভাবে জানেন না, আসলে এটি কী? অ্যাপ শব্দটি হলো অ্যাপ্লিকেশনের সংক্ষিপ্তকরণ যা মোবাইলের জন্যে নির্মাণ করা হয়ে থাকে।
অ্যান্ড্রয়েড ভিত্তিক স্মার্ট ফোনের অপারেটিং সিস্টেম যখন আজকের দিনের মতো খ্যাতি অর্জন করেনি, তখন ল্যাপটপ বা কম্পিউটারের সফটওয়ার দিয়ে আমাদের সমস্ত রকমের ডিজিটাল কাজ করতে হতো। সময় এগিয়ে গেছে এবং ধীরে ধীরে মানুষের হাতের মুঠোতে মুঠোফোন এসে জুটেছে। আসতে আসতে মোবাইলের ব্যবহার কম্পিউটারের ব্যবহারকে ছাড়িয়ে গেছে।
যাই হোক, এই স্মার্টফোনে বা অ্যান্ড্রয়েড ট্যাবে বা টিভিতে অ্যাপ্লিকেশন গুলো ইন্সটল করা হয়ে থাকে যাদের মাধ্যমে আমরা সবকিছু নখদর্পনে এসে যায়। কেনাকাটা, ব্যাংকের হিসেবপত্র, অনলাইন ওয়ালেট বা ই-ওয়ালেট, মুভি দেখা বা ডাউনলোড করা সবকিছু এখন খুব সহজেই মুহূর্তের মধ্যে অ্যাপ্লিকেশন বা সংক্ষেপে অ্যাপ থেকে নিয়ন্ত্রন করা যায়।
অন্য কথায়, অ্যাপ হলো পূর্ব প্রচলিত কম্পিউটার সফটওয়ারের দ্বিতীয় সংস্করণ যা মোবাইল অপারেটিং সিস্টেম, মূলত অ্যান্ড্রয়েডের জন্যে তৈরী করা হয়েছে।
APK(Android Application Package)
APK হলো গিয়ে অ্যান্ড্রয়েড ভিত্তিক ইলেকট্রনিক্স জিনিসপত্রে(মোবাইল, টিভি, ট্যাব) ইন্সটলযোগ্য ফাইল ফরম্যাট। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম শুধুমাত্র APK ফাইল টাইপ সাপোর্ট করে, ইন্সটল করার জন্যে। APK-এর পুরো নাম: অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন প্যাকেজ এবং এটি একটি extension মাত্র। এই প্যাকেজের মধ্যে থাকে বিভিন্ন ছোটো ফাইল যেমন: সোর্স কোড, অ্যাপ্লিকেশনের আইকন, অডিও, ভিডিও ইত্যাদি। প্রত্যেকটা APK ফাইলের সাথে একটি স্বতন্ত্র 'Security key' থাকে যেটি একটি অ্যাপ্লিকেশন থেকে আরেকটি অ্যাপ্লিকেশনকে আলাদা করে রাখে। সাধারণত গুগল প্লেস্টোর থেকে অ্যাপ ইন্সটল করা হয়।
.Pdf(পিডিএফ ফাইলের extension) বা .docx(MS ওয়ার্ডের extension) বা .txt(notepad এর ফাইলের extension) বা .jpeg/jpg/png(ছবির extension) এর মতো .apk হলো অ্যান্ড্রয়েড ভিত্তিক ইলেকট্রনিক্স জিনিসপত্রে(মোবাইল, টিভি, ট্যাব) ইন্সটলযোগ্য ফাইলের extension। এটি সাধারণত ফাইলের নামের পরে যুক্ত করা হয়।
সুতরাং, ইন্সটল করার সময় যে ফাইল ডাউনলোড থাকে, সেটির ফরম্যাট বা extention হলো .apk।
- রশিদ