Rokonuzzaman Tuhin -
সকল সফটওয়্যারই একটা কোয়ালিটি এসুরেন্স প্রসেসের মধ্য দিয়ে যায়। একদম ইনিশিয়াল স্টেজের বিল্ড/ভার্সন গুলি শুধু ডেভেলপমেন্ট টিমের মেম্বাররাই টেস্ট করে থাকে। এরকম কয়েক রাউন্ড ডেভেলপমেন্ট এবং টেস্টের পর, সফটওয়্যার/App টির একটা আলফা রিলিজ দেওয়া হয়, যেটা সাধারণত, ইন্টারনাল ইউজাররাই ইউজ করে। এ অবস্থায় সফটওয়্যার গুলি খুব একটা স্টেবল হয় না, অনেক বাগ/ইস্যুজ থাকে। আলফা রিলিজ থেকে ইস্যুজ রিপোর্ট হওয়ার পর, সেগুলি ফিক্স করে, পরবর্তীতে মোটামুটি স্টেবল আরেকটা রিলিজ দেওয়া হয়, যেটাকে বেটা ভার্সন/রিলিজ বলে। বেটা ভার্সন এক্সটার্নাল ইউজারদের কাছে উম্মুক্ত করা হয়। এই বেটা রিলিজের ইস্যুগুলো ইউজার দ্বারা রিপোর্টেড হওয়ার পর, ফাইনালি স্টেবল একটা ভার্সন রিলিজ করা হয়।
সো "আলফা, বেটা, স্টেবল", এসব লেবেলিং, ধাপে ধাপে একটা নির্ভরযোগ্য সফটওয়্যার রিলিজ দেওয়ার প্রসেসের অংশ, এবং এই লেবেল গুলো থেকে বোঝা যায়, এটা রিলিজের কোন পর্যায়ে আছে।