হাই তোলা আমাদের একটি সাধারণ অভ্যাস। সাধারণত ঘুম আসলে বা মস্তিষ্কে অক্সিজেনের ঘাটতি দেখা দিলে আমরা হাই তুলি। কিন্তু, জীবজগতে শুধুমাত্র মানুষই কি হাই তোলে?
উত্তর হচ্ছে, না। মানুষ ছাড়াও আরও অনেক স্তন্যপায়ী প্রাণীও হাই তুলতে পারে। হাই তোলা দিয়ে যদি মুখটা বড় করে খুলে গভীর নিঃশ্বাস নেয়া বোঝানো হয় তবে কিছু প্রজাতির মাছ, পাখি এমনকি সাপ পর্যন্ত হাই তোলে। বেবুন, গিনিপিগ এবং সিয়ামিস ফাইটিং ফিশ হাই তোলে আগ্রাসন দেখাবার জন্যে।
মিলনপূর্ব আচার বা অনুষ্ঠানে অনেক পেঙ্গুইন হাই তোলে। কিছু সাপ ভালোরকম ভূড়িভোজের পর হাই তোলে। হাই তোলার পেছনের সঠিক বিজ্ঞানটি গবেষকরা এখনো উদঘাটন করতে পারেন নি।
Source: BBC Science Focus
ক্রেডিট: মোঃতৌফিক-ই-ইলাহী