ভয় পেলে মানুষ পানি খেতে সাজেস্ট করে কারণ পানির কিছু বৈশিষ্ট্য আছে যা আমাদের দেহকে প্রশান্ত করে। ভয় বা দুশ্চিন্তা পুরোপুরি দূর না করলেও অন্তত খানিকটা সময় দৈহিক স্বস্তি দিতে পারে পানি।
আর চিনি বা মিষ্টিজাতীয় খাবার ভয় বা দুশ্চিন্তার প্রতি দেহের প্রতিক্রিয়াকে দুর্বল করে দেয়। এতে ভয়ের তীব্রতাটা মানুষ সহজে উপলব্ধি করতে পারে না। এজন্যই দেখবেন মন খারাপ থাকলে বা দুশ্চিন্তাগ্রস্ত হলে মানুষ মিষ্টির প্রতি অনুরক্ত হয়ে পড়ে।
- Towfiq E Elahi