ইউনিকাস্ট মোডে ডেটা ট্রান্সমিশনে প্রেরক (কম্পিউটার) এবং প্রাপক (কম্পিউটার) এর মধ্যে ডেটার আদান – প্রদান হয়। এ ট্রান্সমিশন আবার তিন ধরনের:
সিমপ্লেক্স: এ ধরনের ট্রান্সমিশনে ডেটা শুধুমাত্র একদিকে পাঠানো যায়। যেমন: রেডিও হচ্ছে সিমপ্লেক্স ট্রান্সমিশনের আদর্শ উদাহরন। রেডিও শুধু তুমি কথা শুনতে পারো, কথা বলতে পারো না, অর্থাৎ ডেটা শুধুমাত্র একদিকে প্রবাহিত হচ্ছে।
হাফ ডুপ্লেক্স: এ ধরনের ট্রান্সমিশনে দুইদিকেই ডেটা পাঠানো যায়। কিন্তু সমস্যা হচ্ছে একই সময়ে ডেটা পাঠানো যায় না। যেমন ওয়াকিটকির কথা চিন্তা করো। এটা কিন্তু মোবাইল ফোনের মত না। এটাতে একজনের কথা বলা শেষ হলেই কেবলমাত্র আরেকজন কথা বলতে পারে।
ফুল ডুপ্লেক্স: এ ধরনের ট্রান্সমিশনে একই সাথে দুইদিকেই ডেটা পাঠানো যায়। যেমন: মোবাইল ফোনের কথা চিন্তা করো। মোবাইল ফোনে অপরপ্রান্তে যখন কেউ কথা বলে সেই একই সময়ে তুমিও কথা বলতে পারো। সুতরাং মোবাইল ফোন হচ্ছে ফুল ডুপ্লেক্স ট্রান্সমিশনের উদাহরণ।