ব্রডকাস্ট মানে হচ্ছে সম্প্রচার করা। ব্রডকাস্ট কিন্তু একটি ডেটা ট্রান্সমিশন মোডও। ব্রডকাস্ট মোডে একটি ডিভাইস থেকে ডেটা প্রেরণ করলে ওই নেটওয়ার্কের অধীনস্থ সকল ডিভাইসই সেই ডেটা গ্রহণ করতে পারে। যেমন উদাহরণস্বরূপ বলা যায়ঃ টিভি সম্প্রচার কেন্দ্র কোন অনুষ্ঠান প্রচার তা সকলেই উপভোগ করতে পারে।
উপরের ছবিতে একজন প্রেরক অর্থাৎ A ডেটা পাঠিয়েছে এবং নেটওয়ার্কের অধীনস্থ সকল ডিভাইস B, C, D, E সেই ডেটা গ্রহণ করেছে।