আইসোক্রোনাস ট্রান্সমিশন অনেকটা সিনক্রোনাস ট্রান্সমিশনের মতই।
এটিকে সিনক্রোনাস ট্রান্সমিশনের উন্নত ভার্সন বললে হয়ত ভুল হবে না। আইসোক্রোনাস ট্রান্সমিশনে প্রেরক ও প্রাপকের মধ্যে ডেটা ট্রান্সমিশন ডিলে সর্বনিম্ন রাখা হয়।
ট্রান্সমিশন ডিলে মানে একটি ব্লক ডেটা পাঠানোর পর পরবর্তী ব্লকের ডেটা পাঠানোর মধ্যবর্তী সময়। দুটি ব্লকের মধ্যে ডেটা ট্রান্সফারের সময় ০ একক করার চেষ্টা করা হয়।
সুতরাং বুঝতেই পারছ, এই প্রক্রিয়ায় ডেটা অনেক দ্রুত ট্রান্সফার করা হয়।
যেমন: USB কেবলে ডেটা ট্রান্সমিশন আইসোক্রোনাস পদ্ধতিতে হয়।