সাধারণত ব্লাড সার্কুলেশন প্রক্রিয়াটা ঠিক এমনভাবে তৈরি হয় যেন প্রত্যেকটি কোষে রক্ত সঞ্চালন স্বাভাবিক ভাবে হতে পারে। হৃদপিন্ড হতে দূরে অবস্থিত অঙ্গানুগুলোতে স্বাভাবিক প্রক্রিয়ায় রক্ত সঞ্চালেনের জন্য হৃদপিন্ড সে সেকল অঙ্গানুতে নির্দিষ্ট গতিতে রক্ত পাম্প করে।
জিরাফের হৃদপিন্ড হতে মাথায় রক্ত সঞ্চালনের জন্য যে উর্ধমুখী শিরা রয়েছে সেগুলো সরু, স্থিতিস্থাপক এবং পিচ্ছিল আবরনী যুক্ত। তাছাড়া মাথা হতে হৃদপিন্ডে আগত নিম্নমূখী ধমনীগুলো তুলনামূলক পুরু এবং চাপ প্রতিরোধে সক্ষম।