পুরো শরীরই কানেক্টেড বললে ভুল হবে। আমরা যখন চোটে পড়ি, তখন যে নির্দিষ্ট অংশে জখম হয়েছে, সেখানে ব্যাথা লাগে। ব্যাথার অনুভূতি প্রধানত হয় যখন জখম হওয়া অংশের স্নায়ু মস্তিষ্কে বার্তা প্রেরণ করে। সকল অঙ্গ-প্রত্যঙ্গেরই নিজ নিজ স্নায়বিক অঞ্চল থাকে যেগুলো সদা-সর্বদাই স্পর্শের অনুভূতি মস্তিষ্ককে জানায়। ইনজেকশনের কাজই হলে যেখানে সার্জারি হবে বা যে অঙ্গ থেকে রক্ত নেয়া হবে, সে নির্দিষ্ট পার্টের মুষ্টিমেয় স্নায়ু অস্থায়ীভাবে ব্লক করা, যেন ওগুলো মস্তিষ্কে বার্তা না পাঠাতে পারে।